নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা: নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সহ মোট নয়জনে মনোনয়ন জমা দিয়েছেন।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো: শাহিন শরীফ এর কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
এদের মধ্য একমাত্র আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী ফারজানা আক্তার। বাকি আটজন প্রার্থী স্বতন্ত্র পদে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে বাকি আটজন স্বতন্ত্র প্রার্থীরা হলেন, গাজী মিজানুর রহমান, শান্তা রানি সূতার, গাজী হুমাউন কবির, মো: মাহামুদ হাসান, শফিকুল ইসলাম,বাবুল শেখ, এস,এম রাশেদুল হাসান, মো: রফিকুল ইসলাম।
রোববার সকাল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহকৃত প্রার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন জমাদান করেন।
আওয়ামীলীগের দলীয় পদে মনোনয়ন জমাদান করা ফারজানা আক্তার ওই ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধূ এবং ইঞ্জিনিয়ার পলাশ সিকদারের স্ত্রী। প্রার্থী ফারজানা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সদস্য।
জানাগেছে ফারজানা আক্তার ছাত্র জীবন থেকে ছাত্রলীগ রাজনীতি করতেন। প্রয়াত চেয়ারম্যান তার শশুর আব্দুর রব সিকদার উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত সদস্য ছিলেন। তার স্বামী ইঞ্জিনিয়ার পলাশ সিকদার ছাত্রলীগের সংক্রিয় রাজনীতি করতেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহিন শরীফ জানান, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সহ মোট দশ জনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এদের মধ্য মোট পাচ জনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন।
তিনি বলেন, গত ৩১ মে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ি আগামী ১৯ জুন(সোমবার) দুপুরে মনোনয়ন যাচাই বাছাই, ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহার এবং ১৭ জুলাই সকাল আটটায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানাগেছে ২০২১ সালের ২২ জুন গুয়ারেখা ইউপি নির্বাচনে আব্দুর রব সিকদার চেয়ারম্যান পদে নির্বাচন করেন। নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৬ এপ্রিল ২০২৩ সালে তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান।
দৈনিক দেশতথ্য// এইচ//