Print Date & Time : 10 May 2025 Saturday 10:46 pm

নেছারাবাদে এক নারীকে কুপিয়ে জখম

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে পুলিশ পরিচয় দিয়ে এক নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর মেয়েকে নিয়মিত উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাকে জখম করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাহুতকাঠি গ্রামে। কলেজ ছাত্রীটির মা আহত হয়ে বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ শনিবার এ ঘটনায় সাইদুল (৩৫) নামের একজনকে গ্রেফতার করে পিরোজপুর কোর্টে প্রেরণ করেছেন। মামলার পর থেকে বাকি আসামিরা অধোরা থাকায় এখনো নিরাপত্তাহীনডায় রয়েছে ছাত্রীটির পরিবার।

ওই কলেজছাত্রীর মা তাছলিমা বেগম অভিযোগো জানায়, তার স্বামী ও একমাত্র ছেলে ঢাকায় থেকে পাপশের ব্যবসা করেন। বাড়িতে কলেজ পড়ুয়া বড় মেয়ে ও ষষ্ঠ শ্রেনী পড়ুয়া ছোট মেয়েকে নিয়ে বসবাস করেন। কিছুদিন পূর্ব থেকে কে বা কারা ওই কলেজ ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় কু-প্রস্তাব ও হুমকি দিয়ে চিঠি লিখে তাদের অগোচরে প্রতিনিয়ত তাদের বাসায় রেখে যায়। ওই পরিবার বিষয়টি এলাকার ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে তারা কোন রকম সহযোগিতা না করে এড়িয়ে যান। পরে নিরুপায় হয়ে গত ২৯ জুন এ বিষয়ে ওই মেয়েটির মা তাছলিমা বেগম নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়রি করেন। ঈদে ছাত্রীর বাবা বাড়িতে এসে নিয়মিত বাসায় পাহারায় থাকেন তিনি। গত ১১ জুলাই রাতে প্রতিবেশি আবু নোমান কায়েসের ছেলে মাইদুল চিঠি রাখতে এলে মেয়েটির পরিবার তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এসময় ওই এলাকার ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. দুলাল ও মো. শাহিন ধৃত ছেলেকে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়ে বখাটে ছেলেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বারন করেন। পরে ওই ছেলে ক্ষিপ্ত হয়ে গত ১৩ জুলাই রাতে দল বল নিয়ে পুলিশের পরিচয়ে মুখোশ পরিহিত অবস্থায় ৩/৪ জন ছাত্রীটির ঘরে প্রবেশ করে। এসময় ছাত্রীটির মা সামনে এগিয়ে এলে তার বাম হাতের কাঁধের নিচে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে পালিয়ে যায়। তাছলিমাকে আহতবস্থায় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে সেখানে ভর্তি করান।

পরে এ বিষয়ে ১৪ জুলাই ছাত্রীটির বাবা মো. আসলাম বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. সোলায়মান জানান, মামলায় এজাহারভুক্ত নামীয় আসামী সাইদুল নামের একজনকে শনিবার গ্রেফতার করে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে।

দৈনিক দেশতথ্য//এল//