নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা: নেছারাবাদ উপজেলার জলাবাড়ী গ্রামের নিরঞ্জণ মিস্ত্রীর মেয়ে কলেজ ছাত্রী পূজা মিস্ত্রী(১৭) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পূজার মৃত্যু হয়। পূজা উপজেলার স্বরূপকাঠি শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে পড়াশুনা করত।
পূজার বাবা নিরঞ্জণ মিস্ত্রী মেয়ের মৃত্যু দূর্ঘটনা মানতে নারাজ। তিনি বলেন, যেহেতু মেয়ে মারা গেছে অভিযোগ করে লাভ কি? তাকে তো আর পাওয়া যাবেনা। আমি এর বিচার ভগবানের উপর ছেড়ে দিলাম। প্রতিবেশিদের বক্তব্যে পাওয়া গেছে ভিন্নতা। তাদের বক্তব্যে পূজার লাশ বাড়ীতে আনার পরে তার মাথা,পায়ের আঙ্গুল এবং শরীরে বিভিন্ন আঘাত দেখা গেছে।
পূজার বাবা নিরঞ্জন মিস্ত্রী জানান, তার মেয়ে স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে পড়াশুনা করত। প্রতিদিনের মত গত ২৬ ফেব্রুয়ারি সকালে কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। ওই দিন দুপুরে তার মেয়ের ফোন নাম্বার থেকে অজ্ঞাত এক লোক দুপুর আনুমানিক দুইটার দিকে তাকে ফোন দিয়ে বলেন পূজা মটর সাইকেল এক্সিডেন্ট করেছে। স্বরূপকাঠি হাসপাতালে আছে। ছুটে গিয়ে ডাক্তারদের কথায় মেয়ের উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে নিয়ে যান। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করান। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় পূজার মৃত্যু হয়। তার বাবা বলেন, পূজার পায়ের একটি আঙ্গুলে ব্যান্ডেজসহ মাথার দুইপাশে আঘাত ছিল।
প্রতিবেশি সমর মিস্ত্রী জানান, পূজা তার সম্পর্কে ভাতিজি। তিনি বলেন শুনেছি ওই দিন পূজা এক বন্ধুর সাথে মটর সাইকেলে ঘুরতে গিয়েছিল এবং ওই মটরসাইকেলে পূজা দূর্ঘটনার শিকার হয়। তবে পূজার ওই বন্ধুর নাম জানা যায়নি। এমনকি তার পরিবারও কিছু বলতে চাচ্ছেনা।
নেছারাবাদ থানার অসিার ইন চার্জ(ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, কোন দূর্ঘটনা বা পূজা নামে ওই মেয়ের মৃত্যুর কোন খবর আমাদের নলেজে নাই।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post