নেছারাবাদ (পিরোজপুর): পিরোজপুরে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা মানুষের চলাচলের হাটু বরাবর টাঙিয়ে দেশপ্রেম বিরোধী কাজ করে দৃষ্টতা দেখিয়েছে একটি সমবায় সমিতি।
জেলার নেছারাবাদ উপজেলার মাদ্রা বাজারে হার্ট ভিশন সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লি: নামের এ সমবায় সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
তারা নাম মাত্র অফিসের সামনে দরজার কোনায় একটি চার হাত (বাঁশের কুঞ্চিতে) পতাকা টাঙিয়ে সমিতির কালেকশন আদায়ে ব্যস্ত ছিলেন। এদিকে ওই সমিতি অবমাননা করে ওইভাবে জাতীয় পতাকা টাঙানোয় মাদ্রা বাজারের মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এ প্রসঙ্গে স্থানীয় সাংবাদিক অপু মাসুদ বলেন, এটা একটি গর্হিত অপরাধ। আমাদের জাতীয় পতাকার প্রতি যার কোন শ্রদ্ধাবোধ নেই। তাকে আমি দেশদ্রোহী বলে মনে করি।
এ ব্যাপারে জানতে চাইলে সমিতির সাইনবোর্ডে লেখা মোবাইল নাম্বারে কল করে জানতে চাইলে অনুপ নামে এক লোক ফোন রিসিভ করে বলেন, পতাকা টাঙানোর নিয়ম আমি জানি। সকালে পতাকা টাঙানোর সময় আমার বা*শটি হাতের কাছে না পেয়ে ওই ছোট বাঁশের কঞ্চিতে পতাকাটি রেখে ছিলাম। আমার ভুল হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশারোফ হোসেনকে জানানো হলে, তিনি সাংবাদিকদের বলেন আপনারা ছবি করে নিয়ে আসেন। বিষয়টি আমি খতিয়ে দেখব।
জামাল//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ২০২২//

Discussion about this post