Print Date & Time : 12 September 2025 Friday 11:45 pm

নেছারাবাদে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদনের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২২ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস পাল ।

থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলার ইন্দ্রেরহাট বন্দরে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জগবন্ধু সাহা মিষ্টান্ন ভান্ডার ১০ হাজার টাকা , ক্যাফে মদিনা রেষ্টুরেন্ট ৫ হাজার টাকা ও ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস পাল বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আর//দৈনিক দেশতথ্য//২২ জুন-২০২২//