Print Date & Time : 20 April 2025 Sunday 7:12 am

নেছারাবাদে দুই মাদক কারবারী গ্রেফতার

নেছারাবাদে ইয়াবা ও আইচ সহ সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুই জনকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি (নেছারাবাদ) পুলিশ।

শুক্রবার উপজেলার উত্তর জগন্নাথকাঠির মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ পীচ ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইচ উদ্ধার করা হয়। আটক সুব্রত শিয়ালী কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে। মীর বাবুল মীর উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে।