নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি পাচারকালে দু’টি ট্রলারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ট্রলারে থাকা শাহজাহান হাওলাদার(৬০) নামে একজন পালিয়ে গেছে।
বুধবার রাতে উপজেলার সন্ধ্যা নদীর মাঝপ্রান্তে বিনয়েকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো: হারুন হাওলাদার(৬০), অলি হাওলাদার(২৮),নূর নবী মাঝি(৩২)। আটকৃত হারুন,অলি মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউনিয়ের বাসিন্দা। এছাড়া, পলাতক মো: শাহজাহান মঠবাড়ীয়া উপজেলার তুষখালি গ্রামের ১নং ওয়ার্ডের মো: হোসেন আলী হাওলাদারের ছেলে। শাহ জাহান হাওলাদার ওই উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।
পুলিশ আটককৃতদের গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পিরেজপুর কোর্টে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ জানান, সুপারিগুলো দু’টি মাছ ধরার ট্রলারে করে ভারতে পাচার হওয়ার কথা ছিল। রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকা থেকে ট্রলারসহ ওই তিনজনকে আটক করা হয়েছে। ট্রলারে আনুমানিক দেড় কোটি টাকার সুপারি রয়েছে। এসময় তিনজনকে গ্রেফতার করা গেলেও ১০-১২ জন সটকে পড়েছে।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালানো হয়।
অভিযানে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের একজন পাচারকারি অপর একজনের বিরুদ্ধে মাদকের মামলার আসামি। মুলত তারা সবাই পাচারকারি। ইতোপূর্বে তাদের বিরুদ্ধে পাচারের মামলা হয়েছিল। তারা দু’টি ট্রলার ভর্তি সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশের কাছে সবকিছু স্বীকার করেছে।
ওসি জানান, আটককৃত ট্রলার সহ সুপারিগুলো মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউপি চেয়ারম্যানের। তিনি হলেন পাচারকারির মুল হোতা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post