পিরোজপুরের সরকারি স্বরুপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি ৫৯ তম বার্ষিক ক্রীড়া ও বিচিত্রানুষ্ঠান শুরু হয়েছে। পিরোজুর-১ আসনের সাংসদ ও মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাড: শ,ম রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উক্ত অনুষ্ঠান উদ্ধোদন করেন। বুধবার সকালে বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠান হয় শুরু হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,নেছারাবাদ ও কাউখালি সার্কেলের সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরুপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন,প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, মোরগ যুদ্ধ, দড়ি লাফ, বল নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৯, ২০২২//

Discussion about this post