Print Date & Time : 4 July 2025 Friday 1:44 am

নেছারাবাদে পূজা পরিষদের আলোচনাসভা

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: জন্মষ্টমী উপলক্ষে স্বরূপকাঠিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে জগৎপট্টিস্থ রাধাগবিন্দ সেবাশ্রমে উপজেলা পূজাপরিষদের ওই অলোচনা সভায় ভার্চুয়ালী যোগ দিয়ে বক্তৃতা করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম।
পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দারের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এসএম মুইদুল ইসলাম,সহসভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, পূজাপরিষদ নেতা অসীম কুমার কর্মকার প্রমুখ। সঞ্চালনা করেন পূজা পরিষদের সম্পাদক তাপস মন্ডল।