নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা: নেছারাবাদে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলার ভিবিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার লোক অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও অধ্যক্ষ মো: শাহ আলম, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সালাম সিকদার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ছানাউল হক মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ।
শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাহমুদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//১৯ সেপ্টেম্বর-২০২২