নেছারাবাদ(পিরোজপুর)সংবাদদাতা: নেছারাবাদে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বই উৎসব পালিত হয়েছে।
উপজেলা সদরে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ওই বই উৎসবের আয়োজন করে। রোববার সকালে স্কুুুল মাঠে ওই বই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গির আলম, প্রধান শিক্ষক মো: কামাল হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারি প্রধান শিক্ষক মো: ওহিদুজ্জামান মানিক।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post