Print Date & Time : 13 September 2025 Saturday 2:45 am

নেছারাবাদে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা

নেছারাবাদে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ নিবন্ধক ও  ইমাম পুরোহিতদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা অডিটরিয়ামে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিপিডি)এর আওতায় কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এবং জাইকা এর সহযোগীতার কর্মশালায় সভাপতিত্ব করেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন।

বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, নেছারাবাদ মহিলা অধিদপ্তর কর্মকর্তা নুসরাত জাহান, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন, স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি  নজরুল ইসলাম প্রমুখ।

আর//দৈনিক দেশতথ্য//২২ জুন-২০২২//