মো: হাবিবুল্লাহ, পিরোজপুর: নেছারাবাদে অমর একুশে আন্ত জলাবাড়ী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ৫০নং পূর্ব কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সমাজ সেবক ও উক্ত খেলার আহবায়ক মো: রফিকুল ইসলাম।
ছাত্রলীগ নেতা রাকিব খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: আল মামুন, সাংবাদিক হাবিবুল্লাহ, শিক্ষক মো: ইমতিয়াজ হোসেন,জলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো: রুহুল আমীন প্রমুখ। খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীয়ানুরাগি মো: মাসুদ চৌধুরী।
ফাইনালে আতিক-শৈশব বনাম সৈকত সোহেল অংশগ্রহণ করে। এতে সৈকত সোহেল কে ২১/১০ পয়েন্টে হারিয়ে আতিক-শৈশব চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ অর্জন করে।
দৈনিক দেশতথ্য//এল//