Print Date & Time : 15 May 2025 Thursday 7:39 pm

নেছারাবাদে মামলাবাজের অতিষ্ঠ  অত্যাচার!


নিজস্ব প্রতিবেদক:

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের সাধারণ মানুষ এক মামলাবাজের  অত্যাচারে অতিষ্ঠ। ওই মামলাবাজ বর্তমান সরকারের উন্নয়ন কাজে বাধাদান সহ কুৎসা রটানোর কাজে থাকেন শশক ব্যাস্ত।

লোকটা বিএনপির আমলে একজন হুইপের  এপিএস ছিলেন। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ একাধিক সাধারন মানুষ এ অভিযোগ করেছেন। তাদের অভিযোগ ওই মামলাবাজের অন্যায়ের ব্যাপারে কেউ কোন প্রতিবাদ করলেই তাকে হতে হয় মামলা হামলার শিকার।

উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বেশির ভাগ ওয়ার্ডগুলো অবহেলিত ছিল। প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুর রব সিকদার এলাকার রাস্তাঘাটের বেশ কিছু উন্নয়ন করেছেন। একইসাথে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকাদর বার্ধক্যজনিত রোগে মারা যান। তার অসমাপ্ত কাজগুলো যখন শুরু হয়েছে ঠিক তখনই মামলাবাজ ওই বিএনপি নেতা উন্নয়ন কাজে বাধাদানে মরিয়া হয়ে উঠেছে। তার অনুগত চা বিক্রেতা, রেন্টএকার চালক, মাদক বিক্রেতা লোকদের দিয়ে মামলা ঠুকে দিচ্ছেন উন্নয়নের স্বপক্ষের লোকদের বিরুদ্ধে।

স্থানীয় দানেল শেখ, তাহসান আহমেদ রাজন সহ একাদিক লোকের অভিযোগ, ০৭ নং গুয়ারেখা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে প্রয়াত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের বড় ছেলে ইঞ্জিনিয়ার পলাশ সিকদার  সম্প্রতী  প্রায় ১ কোটি  ৫০ লক্ষ টাকার কাজ অনুমোদন করিয়েছেন। যর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে কাজ দৃশ্যমান।

এমতাবস্থায় মামলাবাজ ওই বিএনপি নেতা  তার অনুগত এক চা বিক্রেতাকে দিয়ে রাস্তার কাজ বন্ধ করার জন্য একটি মামলা দিয়েছেন।

নাম না প্রকাশে অনিচ্ছুক এক বয়োবৃদ্ধ অভিযোগ করেন, তিনি এলাকার একজন চিহ্নিত মামলাবাজ। তার ছেলে সেচ্ছাসেবক দলের নেতা। তার ছেলের নেতৃত্বে এলাকায় রয়েছে বিশাল কিশোর গ্যাং। মোট কথা তাদের বাবা ছেলের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী।

অভিযোগ অস্বীকার করে ওই বিএনপি নেতা বলেন, সব মিথ্যা কথা। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তাছাড়া ওই মামলার বিষয়ে আমি কিছু জানিনা।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৭, ২০২৪//