Print Date & Time : 6 July 2025 Sunday 1:59 am

নেছারাবাদে শিশু ছাত্রকে চড় দিয়ে ফেলে দিলেন শিক্ষক!

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি: নেছারাবাদে ক্লাশের মধ্যা বিরতি মনে করে স্কুলের বারান্দায় বের হওয়ায় আবু বক্কার মিরাজ(১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে চড় মেরে গাড় ধাক্কা দিয়ে ফেলে দিল শিক্ষক।
মঙ্গলবার ওই শিক্ষকের নাম সুদর্শন বড়াল। তিনি উপজেলা সদরের স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। আবু বক্কর মিরাজ একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির মেধাবি ছাত্র। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা মো:আব্দুর রশিদ বিচার চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই শিক্ষার্থীর মা মোসাৎ ফাইজিন্নাহার অভিযোগ করেন, তার ছেলে ওই বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের নিয়মিত লেজার সময়ে বারান্দায় বের। এসময়, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন বড়াল এসেই তাকে কয়েকটা চড় মারে। একপর্যায়ে ছেলের গাড় ধরে স্বজোড়ে ধাক্কা মারে ফ্লোরে ফেলে দেয়। তার ছেলে বাসায় ফিরে দুপুরের খাবার না খেয়েই শুয়ে ব্যাথায় কাতরাচ্ছিল। আমি জানতে চাইলে শিক্ষক সুদর্শনের মারধরের কথা বলে।

শিক্ষার্থীর পিতা আব্দুর রশিদ অভিযোগ করেন, আমি দুপুরে বাসায় ফিরে বাচ্চার মায়ের কাছে সব শুনে তাকে ডাক্তার দেখিয়েছি। শিক্ষক সুদর্শন আমার ছেলেকে বেদম মারধর করেছে। আমি এর সুষ্ঠ বিচার চেয়ে শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযুক্ত সহকারি শিক্ষক সুদর্শন বলেন ওকে একটা চড় দিয়ে আস্তে একটু গাড় ধাক্কা দিয়েছি। তাতে এমন কি হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা জানান, বাচ্চাদের মারধরের কোন বিধান নেই। এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//