Print Date & Time : 21 July 2025 Monday 7:27 pm

নেছারাবাদে সাংবাদিকের উপর হামলা করে মোবাইল ছিনতাই

নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউপি উপনির্বাচন পরবর্তি সংহিসতার ভিডিও ধারণ করায় মো: আব্দুল্লাহ আল মামুন নামে এক সাংবাদিকের উপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

একারনে সাংবাদিক মামুন বাদি হয়ে নেছারাবাদ থানায় বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সোমবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

সাংবাদিক মামুনের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৭ জুলাই গুয়ারেখা ইউপি’র ভোট গ্রহণের তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফিরছিল সাংবাদিক মামুন সহ স্থানীয় আরো কয়েকজন সাংবাদিক। পথিমধ্য বিকাল ৬টার দিকে ইউনিয়নের পার্টিকেল বাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন রাহাদ মিয়ার স্টেশনারি দোকান ভাঙচুর চালাচ্ছিল বিজয়ি চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানের লোক।

এসময়, সাংবাদিকরা গাড়ী থেকে নেমে সেই ভাঙচুরের ভিডিও ধারন শুরু করে।
এসময়, সাংবাদিক মামুনের মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্চিত করে। একপর্যায়ে মামুন সহ স্থানীয় অপর আর এক সাংবাদিক দেবাশিষকে এক ঘন্টারও বেশি সময় আটকে রাখে।

পরে অন্যান্য সংবাদকর্মীরা খবর পেয়ে তাদের উদ্ধার করে মারধরে আহত সাংবাদিক মামুনকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এঘটনায় নেছারাবাদ থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে নব নির্বাচিত চেয়ারম্যান গাজী মিজানুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে লাঞ্চিত হওয়ার কোন ঘটনা পাওয়া যায়নি। তবে সাংবাদিকের হারানো মোবাইল পাওয়া গেছে।

দৈনিক দেশতথ্য///এস//