Print Date & Time : 2 July 2025 Wednesday 1:29 pm

নেছারাবাদে স্বজন সমাবেশের দোয়া মাহফিল

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তরের স্বপদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় নেছারাবাদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আসর নামাজের পর যুগান্তর পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধির অস্থায়ি কার্যলয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা শিল্প উদ্যোক্তা নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।

স্বরূপকাঠি স্বজন সমাবেশের উদ্যেগে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বজন সমাবেশের সভাপতি মাসুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক ফয়সাল হাসান,আনোয়ার হোসেন।

সম্পাদক শাহনাজ চৌদুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক মিজানুর রহমান চান,ব্যবসায়ি সঞ্জয় দাস,সাংবাদিক হাবিবুল্লাহ,সাংবাদিক আজিজুল ইসলাম

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো: রফিকুল ইসলাম।

দৈনিক দেশতথ্য//এল//