পছন্দের নেতার নামের শ্লোগানে সরগরম ছিল সম্মেলন স্থল। সম্মেলনে বঙ্গবন্ধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের দলীয় শ্লোগান প্রাধান্য পায়নি। এতে মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতাদের বিব্রতবোধ হতে দেখা গেছে।
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাক্তি শ্লোগানে উত্তেজনা আর বৈরী আবহাওয়ার মধ্য শনিবার (১৮ জুন) সকালে উপজেলার স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অথিতি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আ ফ ম বাহা উদ্দীন নাসিম। সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল।
সম্মেলনের শুরুতে স্ব স্ব পছন্দের নেতার নামে ব্যক্তি শ্লোগানে সরগরম হয়ে ওঠে সম্মেলন স্থল। বঙ্গবন্ধু, শেখ হাসিনার আওয়ামী লীগের সম্মেলন হলেও সম্মেলনে তাদের নামে শ্লোগান না দিয়ে শুরু হয় ব্যক্তি শ্লোগান। এতে অনেকটা বিব্রতবোধ হতে দেখা গেছে মঞ্চে উপস্থিত থাকা কেন্দ্রীয় নেতাদের।
অব্যাহত ব্যক্তি শ্লোগানে সম্মেলনের মঞ্চের সামনে দুপুরে দিকে অনেকটা উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ দুই পক্ষের লোকদের দু’দিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক আনেন। ওই দুই পক্ষের একটি পক্ষের নেতৃত্বে আছেন সাধারণ সম্পাদক প্রার্থী ও স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির। অপর একটি পক্ষের নেতৃত্বে সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম মুইদুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্ত্যব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শ,ম রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এস,এম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক হাকিম হাওলাদার । এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত অব্যহত মুসলধারে বৃষ্টির মধ্য সম্মেলন চলছে।
আর//দৈনিক দেশতথ্য//১৮ জুন-২০২২//

Discussion about this post