সহিদুল আহসান সভাপতি, মুইদুল ইসলাম সাধারণ সম্পাদক


২৫ বছর পর অনুষ্ঠিত হলো নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সকাল এগারটায় মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ আসার পর শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠান শুরুর পর পরই মুষলধারে বৃষ্টি আর দুই সম্পাদক প্রার্থীর ব্যক্তি শ্লোগানে সরগরম হয়ে ওঠে সম্মেলন এলাকা। এরপরই শুরু হয় মঞ্চে আগত অতিথিবৃন্দর বক্ত্যব্য। এভাবে গড়ায় বেলা দুইটা। তখনো চলছিল থেমে থেমে বৃষ্টি আর বাতাস। দুপুর দুইটার পর রাত আটটা পর্যন্ত চলে দ্বিতীয় অধিবেশন।
রাত আটটার পর সৈয়দ সহিদুল আহসানকে সভাপতি ও এস এম মুইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।
আজ শনিবার নেছারাবাদ উপজেলার ইন্দেরহাটে স্বরূপকাঠি সরকারি কলেজ মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আ,ফ,ম বাহা উদ্দীন নাসিম। কমিটির নব নির্বাচিত সভাপতি সহিদুল আহসান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া নির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক হাকিম হাওলাদার।
সম্পাদক এস এম ফুয়াদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৮,২০২২//

Discussion about this post