Print Date & Time : 2 July 2025 Wednesday 1:48 am

নেছারাবাদ সাব-রেজিষ্টারকে বিদায় সংবর্ধনা

নেছারাবাদ উপজেলা সাব-রেজিষ্টার মো: হাবিবুর রহমান তালুকদার-কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নেছারাবাদ দলিল লেখক সমিতির উদ্যেগে অফিসে বসে তাকে ওই বিদায় সংবর্ধনা দেয়া হয়। দলিল লেখক সমিতির সভাপতি মহুরি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাব-রেজিষ্টার অফিসের করনিক মো: জাহাঙ্গির হোসেন।

আরো বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মো: ফজলুল হক, অশোক কর, দলিল লেখক মো: ফয়সাল হাসান, নকল নবিস মো: মনির হোসেন প্রমুখ।

জা// দৈনিক দেশতথ্য// 3 নভেম্বর, ২০২২//