Print Date & Time : 12 May 2025 Monday 12:03 pm

নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

শাহীন আহমেদ, কুড়িগ্রাম:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের মোক্তার পাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হলে পুলিশ বাধা দেয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম লেবু, মাহাবুবুর রহমান, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//