রাজশাহীর তানোরে নেশার টাকা না পেয়ে বৃদ্ধ নানিকে হত্যা করেছে মাদকাসক্ত নাতি। এঘটনায় নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মৃত বৃদ্ধার নাম সোনা সরেন (৭৫)। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসি পাড়ার মৃত চরন টুডুর স্ত্রী।
এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু বাদি হয়ে ইসমাইল সরেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসিপাড়ায় জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন একজন মাদকাসক্ত যুবক।
রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে নেশা করার জন্য টাকা চায়। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকার করেন। সে সময় ইসমাইল ক্ষিপ্ত হয়ে সোনা সনেরকে মারপিট করেন। ইসমাইল সোনা সরেনকে বুকে লাথি ও লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে আহত করে। এতে সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষরণ হয়।
প্রতিবেশিরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারে নি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে তানোর থানার পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সাথে পুলিশ ইসমাইল সরেনকে গ্রেফতার করে।
ওসি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত ইসমাইল সরেনকে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post