Print Date & Time : 22 August 2025 Friday 3:59 am

নৈতিক-মানবিক মূল্যবোধে জাগ্রত হতে শিক্ষার্থীদের শপথ

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার  আয়োজনে মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষায় শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনের  লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকালে অনুষ্ঠিত সভায় বক্তব্যা রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। লাল সবুজ উন্নয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন আলী। সহ সভাপতি জাহিদ, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ রায়। তুষার প্রমুখ।

পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

এবি//দৈনিক দেশতথ্য//২৩ ফেব্রুয়ারী//২০২২