নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটেছে। এতে মুদি দোকান, চা দোকান, সমিলসহ ৮টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিন করেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাল পাড়া রোডের আমিশা পাড়া উত্তর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।
স্থানীয় জানান, রাত প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার আমিশা পাড়া উত্তর বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

Discussion about this post