Print Date & Time : 8 September 2025 Monday 4:46 am

নোয়াখালীতে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ভোররাতের দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে গাড়িটি সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায় পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। পরে মরদেহের সাথে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য গাড়িতে করে লাশ নিয়ে ঢাকা চলে যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের চোখে ঘুম থাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালের দিকে অ্যাম্বুলেন্সটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৮.আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেফতার

বেরোবি প্রতিনিধি :রংপুরের খামারমোড় এলাকা থেকে আলোচিত আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ মো. নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খামারমোড়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নাহিদের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, সিনিয়রদের মারধর, হলে সিট বাণিজ্য, শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষক-কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বেরোবির সাবেক এক শিক্ষার্থী বলেন, “ভর্তির পর থেকেই শিক্ষার্থীদের কাছে তিনি আতঙ্কের নাম হয়ে ওঠেন। বিভিন্ন হলে সিট বাণিজ্য, নির্যাতন ও হুমকি দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”

তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি উঠলেও প্রশাসন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাতে রামদা নিয়ে মারধরের ঘটনায়ও তার নাম উঠে আসে।