জে.জাহেদ, চট্টগ্রাম: গতকাল কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (২নং ওয়ার্ড) প‚র্বপাড়াস্থ পাঁখির বাপের বাড়িতে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক মতবিনিময় সভা করেছেন।
ওই সভায় তিনি বলেন, আমি নির্বাচত হলে খোয়াজনগর ইছানগর এলাকাকে কখনো আলাদা নজরে দেখব না। সব এলাকা ও ভোটাররা আমার কাছে সমান গুরুত্ব পাবে। আমি সপ্তাহে সাত দিন পরিষদ করব। আমার মা নেই। বাবা নেই। এলাকার লোকজনেই আমার মা বাবা। আমার মা বোনদের বলছি। নৌকা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু আমাকে আপনাদের ছেলে হিসেবে মনে করে নৌকায় ভোট দেবেন।’
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সোলায়মান তালুকদার। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসনে সাজিদ।
এতে আলহাজ্ব হায়দার আলী রনি বলেন, ‘এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। এই নৌকা উন্নয়নের নৌকা। এই নৌকা শেখ হাসিনার নৌকা। আপনারা নৌকায় ভোট দিন। উন্নয়ন তরান্বিত করুন। মন্ত্রী মহোদয় যোগ্য লোককে নৌকা দিয়েছেন।
দিদারুল ইসলাম চৌধুরী বলেন, ‘আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাঁরা যদি ভোটের দিন ভোট কেন্দ্রে দুজন করে হলেও ভোটার নিয়ে যান। তাহলে সেলিম হক চেয়ারম্যান নির্বাচিত হবে ইনশাল্লাহ। নৌকার দিকে তাকাবেন না। আমাদের মন্ত্রীর দিকে তাকিয়ে হলেও আপনারা সেলিম হক কে আগামী ১৫ জুন ভোট দেবেন।’
আলহাজ্ব সোলায়মান তালুকদার বলেন, ‘মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আপনাদের সেবা করার জন্য নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে সেলিম হক কে পাঠিয়েছিন। সরকার আওয়ামী লীগের সুতরাং সেলিম নির্বাচিত হলে শুধু চরপাথরঘাটা নয়, খোয়াজনগর এবং ইছানগরও পরিবর্তন হবে। আমরা কারো বিরুদ্ধে বলব না। আমরা চাই উন্নয়ন।’
সভায় আরো উপস্থিত ছিলেন-চরপাথরঘাটা এলাকার প্রবীণ মুরুব্বী আলহাজ্ব আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াহেদ, আওয়ামী লীগ নেতা হাজী ইসহাক, মোহাম্মদ আবু তাহের, আব্দুল মোনাফ সওদাগর, তৈয়ব আলী বাবুল, ব্রিজঘাট ওয়ালটন আল মদিনা শো রুমের সত্বাধিকারী মোহাম্মদ শাহা জাহান, আলমগীর আলম, ছাত্রলীগ আহŸায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, মোহাম্মদ বেলাল।
আর//দৈনিক দেশতথ্য//২৬ মে-২০২২//

Discussion about this post