জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ইউপি নির্বাচন ১৫ জুন। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের দলীয় প্রতীক নৌকায় প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক। অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রবিবার বিকালে চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়াস্থ ‘হল টোয়েন্টি ওয়ান’ এ সংবাদ মাধ্যমের সামনে ১১ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তিনি তাঁর ইশতেহারে জলাবদ্ধতা, নাগরিক সেবা, স্বচ্ছ ও নিরপেক্ষ সালিশী বোর্ড গঠন, নয়াহাট সেতু দৃষ্টিনন্দন, খেলাধুলা ও পাঠাগার স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ও মাতৃসদন হাসপাতাল নির্মাণ করে প্রসূতিদের সেবা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আরী রনি এবং দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা ও সংবাদ সম্মেলনে ছিলেন-কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ আহমদ, উপজেলা আ.লীগ নেতা নুর মোহাম্মদ, যুবলীগ নেতা আনোয়ার সাদত মোবারক, জাপা নেতা নুরুচ্ছাফা, সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের সভাপতি ও কর্ণফুলী নিউজ টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক আব্দুল মালেক রানা, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, যুগ্ম আহ্বায়ক সাইদুল হক টুটুলসহ বিভিন্ন ব্যবসায়ি ও চরপাথরঘাটা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এ সময় নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ এ ইশতেহার পাঠ করে শুনান। তিনি বলেন, ‘সেলিম হক চেয়ারম্যান নির্বাচিত হলে চরপাথরঘাটায় মাস্টারপ্ল্যানের মাধ্যমে ঘোষিত ইশতেহারের ১১টি অঙ্গীকার বাস্তবায়ন করা সম্ভব হবে। (ইনশাল্লাহ)।’
নৌকার প্রার্থী সেলিম হক বলেন, ‘আমাদের উদ্যোগ ও নির্বাচনী ইশতেহার পূরণ মোটেই কঠিন নয়। আপনাদের সুনিশ্চিত রায় উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে (ইনশাআল্লাহ)। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। অবহেলিত কর্ণফুলীর উন্নয়নে আমাদের ভূমিমন্ত্রীর সহযোগিতায় আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। আগামীতে আরো উন্নয়ন করার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
দৈনিক দেশতথ্য//এল//