দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নৌকা ঠেকানোর মত কোন প্রার্থী নেই। এমন কথায়ই বলছেন এলাকার সাধারণ মানুষ।
বিভিন্ন দলের ০৬ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করলেও নৌকা প্রতীক নিয়ে প্রচার প্রচারণা ও গণসংযোগে একাই মাঠে আছেন সাবেক রাষ্ট্রপতি পুত্র বর্তমান সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। অন্য কোন প্রার্থীকে এ পর্যন্ত মাঠে দেখা যায়নি। নৌকা ছাড়া অন্য কোন প্রার্থীর কোন পোস্টার বা হ্যান্ডবিলও এ পর্যন্ত কোথাও চোখে পড়েনি।
কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের দলীয় কোন কোন্দল নেই। দলের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিৎ করতে মাঠে নেমেছেন। অপরদিকে এ আসনে জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কিছু ভোটার থাকলেও তিন উপজেলায় তাদের সাংগঠনিক কোন ভিত্তি নেই।
এছাড়া এ আসনে অন্য কোন প্রার্থীর দলীয় বা সাংগঠনিক কোন কাঠামো না থাকায় আওয়ামীলীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিকের বিজয় প্রায় নিশ্চিত মনে করছেন সবাই। ফলে চতুর্থ বারের মত নৌকার প্রার্থী হয়ে তিনি টানা চতুর্থ বারই জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় শতভাগ ভোটার মনে করছেন, আওয়ামীলীগ প্রার্থীকে হারিয়ে অন্য কোন প্রার্থীর জেতার সম্ভাবনা এ আসনে একেবারেই নেই।
কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত রেজওয়ান আহাম্মদ তৌফিকের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খাঁন (মোমবাতি), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আ. মজিদ (ডাব), কৃষক শ্রমিক জনতা লীগের মো. শরীফুল আহসান (গামছা) ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র মো. জয়নাল আবদিন (আম)।
অষ্টগ্রাম উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পদক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস এ প্রতিনিধিকে জানান, এ আসনটি স্বাধীনতার পর থেকেই নৌকার দখলে। এ আসনে নৌকার ভোট অনেক বেশী। বিগত পণের বছরে এ আসনের প্রত্যেকটি এলাকায় বর্তমান সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক ব্যাপক উন্নয়ন করেছেন। হাওরকে তিনি রূপান্তর করেছেন পর্যটন নগরীতে। তাছাড়া আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক রাষ্ট্রপতি পুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিকের এলাকায় একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিতি রয়েছে। বিগত সময়ে সুখে-দুঃখে সবসময় তিনি আমাদের পাশে ছিলেন। তাই এ আসনে নৌকার বিজয় নিশ্চিত বলে আমি মনে করছি।
এখানে উল্লেখ্য যে, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওরের এ তিনটি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৩৪ হাজার জন ও মোট ভোট কেন্দ্র ১৪৭টি।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//

Discussion about this post