Print Date & Time : 21 August 2025 Thursday 11:42 pm

নৌ পুলিশের অবহেলায় নারায়ণগঞ্জে দুর্ঘটনা বাড়ছে —-সেভ দ্য রোড

আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে গঠিত একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর পক্ষ থেকে মহাসচিব শান্তা ফারজানা বলেন, নৌ পুলিশের দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে। নৌ যানের রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষা, চলাচলের শৃংখলা বজায় রাখা, নৌপথে যাত্রীদের অধিকার রক্ষাসহ বিভিন্ন দায়িত্ব পালনে তাদের অনীহায় নৌপথে দুর্ঘটনা বেড়ে চলেছে।

নৌপথ দুর্ঘটনার জন্য নৌ পুলিশ ৬০% দায়ি বলে মন্তব্য করেছেন সেভ দ্য রোড-এর নেতৃবৃন্দ। ২১ মার্চ সকাল ৯ টায় সংগঠনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সৈয়দপুর কয়লা ঘাট এলাকা পরিদর্শন করেছেন। এসময় দুর্ঘটনায় ডুবে যাওয়া লঞ্চের নিখোঁজদের স্বজন ও গণমাধ্যমের সাথে আলাপকালে তারা এ কথা বলেন।

এসময় সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। তারা দ্রুত নিখোঁজদের উদ্ধার এবং নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। একই সাথে ঘাতক এমভি রুপসির সকল স্টাফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য// মার্চ ২১,২০২২//