কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামের ন্যাংটা পীরের মাজার প্রাঙ্গণে ২ সন্তানের জননীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কুমারখালি থানায় নাতুড়িয়া গ্রামের চাঁদ আলীর ছেলে আজাদ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন। যার মামলা নং ৩০। এ ঘটনায় কুমারখালী থানা পুলিশ ধর্ষণকারী আজাদকে আটক করেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ( ২৬ জুলাই) আনুমানিক রাত ১১ টার সময় যদুবয়রা দহখোলা গ্রামের আজাদ ওই গৃহবধূকে নিয়ে আসে। তারপর নাতুড়িয়ার নাজিম, শাহাজাহান, রতন, উদয় নাতুড়িয়ার ইবাদত, বিপুল বিশ্বাস, আফসার আলী, বিপুল কুমার, মামুন, তুহিন, ওলি, নজরুল ভবানীপুরের রাশিদুল সহ আরও অনেকে তাকে পালাক্রমে গণধর্ষন করে। তার অবস্থা খারাপ হয়ে গেলে তাকে ছেড়ে দেয়। এরপর সে কুমারখালী হাসপাতালে ভর্তি হয়। তারপর কুমারখালী থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেছেন এই ঘটনাটির মাষ্টার মাইন্ড জালাল মিলিটারির ছেলে শাজাহান। তার পরিবার উদয় নাতুরিয়া গ্রামে প্রভাবশালী হওয়ায় তারা ক্যাডার দিয়ে ন্যাংটা পীরের মাজার সহ উদয় নাতুরিয়া গ্রামের বিভিন্ন এলাকায় ভূমি দখল সহ মাদক ব্যাবসা সহ অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তারা শাজাহান আলীর শাস্তির দাবি জানিয়েছে।
একাধিক সুত্র জানায়, ধর্ষনকারীরা এলাকায় ব্যাপক প্রভাবশালী। তারা ধর্ষনের পর মামলা থেকে বাঁচার জন্য মোটা অংকের টাকা নিয়ে বিভিন্নভাবে মিমাংসা করে নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০২,২০২২//