ওকুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত ফুটবল টুনামেন্ট পক্ষপাতিত্ব করে ফুটবল খেলা পরিচালিত করার অভিযোগ উঠেছে রেফারি সহ কমিটির বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে এক সপ্তাহের জন্য খেলা স্থগিত।
৪ নভেম্বর দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল ফুটবল মাঠে রাজ্জাক স্মৃতি বনাম মজিবার রহমান ক্লাব খেলায় রাজ্জাক স্মৃতির খেলোয়াড়কে ডি’র মধ্যে হিল চার্জ করলে সহকারী রেফারী পতাকা উত্তোলন করেন এবং রেফারি বাঁশি না দিয়ে খেলা বন্ধ করতে বলেন। তখন মজিবার রহমান ক্লাব অ্যাটাক করে গোল দেয়। রেফারি গোলের বাঁশি দেয়। তারপর মজিবার রহমান ক্লাবকে ১-০ গোলে জয় দিয়ে খেলা শেষ করে দেয়। এছাড়া প্রায় প্রতিটি ম্যাচে পক্ষপাতিত্ব আচরণ করেছে এমন অভিযোগ তুলেছে কয়েকটি দল।
সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি জানান, এই খেলা নিয়ে শুরুতেই অনিয়ম। প্রতি ম্যাচেই কমিটির নির্দেশে রেফারি পক্ষপাতিত্ব মূলক আচরণের জন্ম দেয়। আর এই খেলায় বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
তারা আরো বলেন, এই খেলা হরিপুরের মানুষকে ওয়ার্ডে ওয়ার্ডে টিম করে হরিপুরের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। যখন এক ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডের খেলা হয় প্রতিটি খেলাই বিতর্কের জন্ম দেয়। ভুল বোঝাবুঝি থেকে হাতাহাতিতে রুপ নেয়।
পুরাতন কুষ্টিয়া একাদশের অধিনায়ক বলেন, প্রতি ম্যাচেই যদি রেফারি এমন ভুল সিধান্ত নেই এটা দুঃখজনক। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে খেলতে যাবো না যেখানে জীবনের নিরাপত্তা নেই।
আরো বলেন, আমরা অন্য প্লেয়ারের গায়ে টার্চ করলেই পেনাল্টি কিন্তু আজ ডি’র মধ্যে এত বড় একটা ট্যাকেল করল পেনাল্টি তো দূরের কথা বাঁশি দিয়ে খেলা বন্ধ ও করলো না। এমন খেলা চালালে খেলা শেষ করা অসম্ভব।
সবুজ সাথী স্পোর্টিং ক্লাবের অধিনায়ক বলেন, প্রতিনিয়ত পক্ষপাতিত্ব খেলা হচ্ছে। কমিটির কাছে আমাদের কথার কোন মূল্য নেই।নিজের দলের খেলোয়াড়ের কথার অনেক দাম। যেদিন কমিটি সব দলকে নিজের দল ভাববে তখনই কমিটি এবং হরিপুরের মানুষ ভালো খেলা উপহার পাবে।
রাজ্জাক স্মৃতির কয়েকজন খেলোয়াড় বলেন, এভাবে খেলা চালালে হরিপুরে বড় একটা গেঞ্জামের জন্ম নিবে। আমরা হরিপুরের শান্তি চাই হরিপুরের যদি কোন সহিংসতা না সেজন্য খেলা বন্ধ রাখাটা জরুরী। কারন প্রতিনিয়ত খেলায় পা ভেঙ্গে যাচ্ছে প্লেয়ারদের।
ফুলতলা একাদশের এট্যাকার বলেন, শুরু থেকেই খেলা অনিয়ম।খেলা পরিচালনার সময় ২জন বাদে কমিটিকে দেখা যায় না। প্রতি ম্যাচেই হাতাহাতি হয়।হরিপুর মানুষ আতঙ্কে এই গেঞ্জাম বড় রুপ নিতে পারে এবং প্রাণহানি ও ঘটার সম্ভাবনা রয়েছে।
জাফর এগ্রো’র খেলোয়াড়রা বলেন, আমাদের সাথে কমিটি এবং রেফারি যে ব্যাবহার করে তা ভাষায় প্রকাশ করার মতো না। কমিটি সঠিকভাবে খেলা পরিচালনা করলেই খেলা তোলা সম্ভব। নইলে হরিপুরে বড় একটা ঘটনা ঘটতে পারে।
এ বিষয় কমিটি জানান, আমরা সুন্দর ভাবে খেলা পরিচালনা করছি।খেলায় কোন অনিয়ম নেই।সাময়িক ত্রুটির কারণে খেলা স্থগিত রাখা হয়েছে। আগামী শুক্রবার থেকে পুনরায় খেলা চালু করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২০২২//