Print Date & Time : 8 July 2025 Tuesday 9:43 am

পটুয়াখালী‌তে আওয়ামীপ‌ন্থি জি‌পিসহ এ‌পি‌পি নি‌য়ো‌গের প্রতিবাদে বি‌ক্ষোভ

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালী‌তে জি‌পির মত গুরুত্বপূর্ন প‌দে একজন জু‌নিয়র ও আ`লীগ প‌ন্থি আইনজী‌বি‌কে নি‌য়োগসহ বিভিন্ন পদে আরো ক‌য়েকজন‌কে ‌নি‌য়োগ দেয়ার প্রতিবা‌দে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রেছে পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরমে।

মঙ্গলবার (১৯নভেম্বর) বেলা ১১টায় বার লাই‌ব্রেরি চত্ত্বরে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।
সমা‌বে‌শে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজী‌বি ফোরা‌মের সভাপতি এ্যাডভোকেট মহাসিন উদ্দিন ও সাধারন সম্পাদক এডভোকেট শরীফ মোঃ সালাউদ্দিন বক্তব্য রা‌খেন।

এছাড়া সমা‌বে‌শে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন মঞ্জু মৃধা, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট স্বপন তালুকদার, নারী ও শিশু ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাসুদ হোসেন মৃধা প্রচার সম্পাদক এ্যাডভোকেট তৌফিক হোসেন মুন্না সহ সদ্য নিয়োগপ্রাপ্ত জেলার সকল এপিপি ও এজিপিগন।