নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. শাহানুর হক ব্যাপারী জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড. সৈয়দ মোঃ সুলতান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। আলোচনা শেষে কেক কেটে ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৩,২০২৩//