রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী : ডেভিল হান্টের অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮মে) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ছোটবাইশদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার ব্যাপারী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আওয়ামী লীগের ১৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Discussion about this post