রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে লেবুখালি – বাউফল সড়কের রাজাখালী সংলগ্ন এলাকায় গাছ পড়ে দুই জন আহত হয়েছে।
সোমবার(১৩এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী ও চরবয়ড়া এলাকার উপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়।
স্থানীয় সুত্রে জানাযায়, দুপুর দুইটার দিকে মুশলধারে বৃষ্টিসহ ঝড়ের তান্ডব শুরু হলে দুমকী- বগা-বাউফল মহাসড়কে রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে গাছের নিচে একটি মাহিন্দ্রা যাত্রীসহ আশ্রয় নেয়। ঝড়ের তান্ডবে একটি বড় রেইনট্রি গাছ উপরে পড়ে যাত্রী সহ মাহিন্দ্রা গাড়িটিকে চাপা দেয়।এতে বাউফলগামি একজন যাত্রীসহ ড্রাইভার হানিফ হাওলাদার(৩৫)আটকা পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে মহাসড়কের উভয়পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তিন ঘন্টা পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ের তান্ডবে টিনের ঘরের চালা উড়িয়ে নেয় এবং বৈদ্যুতিক খুঁটিসহ গাছপালা উপড়ে পড়ে।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক বলেন, বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Discussion about this post