Print Date & Time : 21 August 2025 Thursday 11:14 pm

পটুয়াখালীতে কোটা বিরোধী আন্দোলন পন্ড, আহত ৩

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: সারাদেশে ছাত্রসমাজের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশের প্রস্তুতি কালে ধাওয়া দিয়ে কর্মসূচী পন্ড করে দিয়েছে ছাত্রলীগ। এতে আন্দোলনরত ৩ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (১৬জুলাই) বিকালে শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে বহিঃবিভাগের সামনে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক তানভীর আরিফের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত ধাওয়া করে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় তারা ছাত্র-ছাত্রীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হোষ্টেল ভাংচুর করে। এর আগে পটুয়াখালী কাজী আবুল কাসেম স্টেডিয়ামের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের জন্য জড়ো হলে তাদেরকেও ধাওয়া করে ছাত্রলীগ।

দৈনিক দেশতথ্য//এইচ//