রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :পটুয়াখালীতে ঘূর্ণিঝড় মোখার তেমন কোন প্রভাব এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং গুরিগুরি বৃষ্টিপাত হচ্ছে। জোয়ার শুরু হওয়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হচ্ছে। পর্যটক ও স্থানীয়দের সাগরে নামা থেকে বিরত রাখতে তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ ও কুয়াকাটা নৌ পুলিশ।
নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে বইছে। ইতিমধ্যে মহিপুর ও আলিপুরে আশ্রয় নিয়েছে মাছ ধরার সকল ট্রলার।
চর কাসেম, চর নজির, চর হেয়ার সহ বিভিন্ন দুর্গম চরাঞ্চল থেকে দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। বিভিন্ন স্থানে সচেতনতামূলক মাইকিং করেছে স্বেচ্ছাসেবকরা। পায়রা বন্দরের সকল কার্যক্রম স্থগিত রেখে জাহাজ সমুহকে নিরাপদে রাখা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post