রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: চলমান শৈত্যপ্রবাহে পটুয়াখালীতে তিন শতাধিক ছিন্নমূল, ভবঘুরে, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)সন্ধ্যা ৭ টায় পটুয়াখালী সদর পুলিশ ফাঁড়িতে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ও পটুয়াখালী পুলিশ সুপার মো আনোয়ার জাহিদ উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম,পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ।
প্রিন্ট করুন
Discussion about this post