রাকিবুল ইসলাম তনু ,পটুয়াখালী :পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে হয়ে গেল মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম- এমএএফ এর আয়োজনে ‘তারুণ্যের মেলা’। ফোরামটি’র ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের আওতায় মঙ্গলবার দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।
বৈদেশিক সাহায্য প্রদানকারী মার্কিন সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে এই মেলার প্রকল্পে সহযোগি হিসাবে ছিলো নির্বাচন তদারকির আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে তরুণদের নাগরিক প্রত্যাশা ও কর্তব্য প্রসঙ্গে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির রাজনৈতিক নেতৃবৃন্দ।
মেলায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদন মলক প্রতিযোগিতা ও ইভেন্ট-রাইডের আয়োজন করা হয়, ওঠে মুখরোচক খাবার।
আলোচনা অংশে বক্তব্য রাখেন, এমএএফ পটুয়াখালীর সভাপতি ও জেলা আওয়ামী লীগ-এর সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান; এমএএফ পটুয়াখালীর সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মজিবুর রহমান টোটন; এমএএফ পটুয়াখালীর সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বাবু; ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান প্রমূখ। এতে সঞ্চালনা করেন, এমএএফ পটুয়াখালীর যুগ্ম সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ-এর সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ৩০,২০২৪//

Discussion about this post