Print Date & Time : 20 April 2025 Sunday 5:31 am

পটুয়াখালীতে তিন দিনব্যাপী বৈশাখী লোক নাট্য উৎসব

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী বৈশাখী লোক নাট্য উৎসব। বাঙালির ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি ও নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করতেই এই আয়োজন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে জেলা শহরের ডিসি স্কয়ার মাঠে এ উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী এ উৎসবের ব্যবস্থাপনায় রয়েছে।

উৎসবে জেলার বিভিন্ন নাট্যদল ও পালা দল অংশগ্রহণ করছে। প্রতিদিন পরিবেশিত হচ্ছে গ্রামীণ পটভূমিতে রচিত নাটক, পালা ও লোকজ সংগীত। স্থানীয় শিল্পীদের পাশাপাশি পটুয়াখালীর তৃণমূল পর্যায়ের শিল্পীরা অংশ নিয়েছেন।

তিনদিনব্যাপী এই উৎসব চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। নাট্যপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ডিসি স্কয়ার প্রাঙ্গণ। উৎসবপ্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীরা ভিড় করছেন লোক নাট্য ঐতিহ্যের স্বাদ নিতে।