রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী: পটুয়াখালীতে ঘন কুয়াশায় গ্রিন লাইন পরিবহনকে পিছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী অপর বাস রাজিব পরিবহন। এতে ৩ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) রাত ১ টার দিকে সদর উপজেলার বদরপুর বাজারের বরিশাল-কুয়াকটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব পরিবহন ও গ্রিন পরিবহন গাড়ি দুটি ঢাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিলো। রাত ১ টার দিকে গ্রিন পরিবহনটি বদরপুর বাজারে থামিয়ে যাত্রী নামাচ্ছিলো। এসময় রাজিব পরিবহনের চালক ঘন কুয়াশার কারণে না দেখতে পেয়ে পেছন থেকে গ্রিন লাইন পরিবহনটিকে ধাক্কা দেয়। এতে রাজিব পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়ির সামনে বসা ৩ জন গুরুতর আহত হয়। আর গ্রিন লাইন পরিবহনটি কিছুটা সড়কের পাশে পড়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে আহতদের ফায়ার সার্ভিসের গাড়িতে করে দ্রুত হাসপাতালে পাঠাই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post