Print Date & Time : 22 April 2025 Tuesday 7:38 am

পটুয়াখালীতে পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : ছয় দফা দাবি আদায়ে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। এটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে শহরের শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা পুনরায় ইনস্টিটিউটের ক্যাম্পাসে অবস্থান নেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ থেকে দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মাথায় কাফনের কাপড় বেঁধে ও বৃষ্টিকে উপেক্ষা করে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের আন্দোলন বৃষ্টি থামাতে পারেনি, পারবেও না। দাবি না মানলে আন্দোলনের ধরন আরো কঠোর হবে।