রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে জুনায়েদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শিমুল হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশু জুনায়েদ (৭) খেলতে গিয়ে সবার অগচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ কে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//