Print Date & Time : 20 April 2025 Sunday 9:05 am

পটুয়াখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি পটুয়াখালী জেলা শাখা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আজ বিকেল পাঁচটায় শহরের পুরাতন আদালত পাড়া মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশের শুরুতেই  পটুয়াখালী জেলা বিএনপি’র বিবাদমান দুই গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং নির্বাচিত সরকারের জন্য বা অবাধ সুস্থ গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য এই ২০০৭ সাল থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। 

যদি কেউ মনে করে এক থেকে দেড় মাসের আন্দোলনে সরকার পতন ঘটিয়েছে তারা স্বপ্নের রাজ্যে বাস করতেছে অথবা বোকার স্বর্গে বাস করতেছে। আমি ওদেরকে বলে দিতে চাই বিএনপি’র বিরুদ্ধে এক লক্ষ ৬০ হাজার মিথ্যা ও হয়রানি মূলক সাজানো মামলা করা হয়েছে। 

জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবল হক নান্নু।

কর্মী সমাবেশ সঞ্চালনা করেন স্নেহাংশু সরকার কুট্টি,  সদস্য সচিব জেলা বিএনপি পটুয়াখালী। 

এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ১৯,২০২০//