Print Date & Time : 28 July 2025 Monday 5:33 am

পটুয়াখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত


রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :
স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে বিশ্ব ভোক্তা অধিকার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৫মার্চ) বেলা ১১টার সময় জেলা প্রশাসকের দরবার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পন্যের দাম বৃদ্ধি তরমুজের মতো ফল ওজনে বিক্রি করা সহ নানান বিষয়ে স্থানীয় ব্যাবসায়ী নেতাদের সাথে আলোচনা করেন জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
এছাড়াও ভোক্তাদের সুবিধার্থে ও বাজার নিয়ন্ত্রণে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাবহার করার ব্যাপারেও আলোচনা করা হয় এ সময়। আলোচনা সভায় উপস্থিত ব্যাবসায়ীরা এ সময় সব কিছুর দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় সহ জেলার বিভিন্ন ব্যাবসায়ী নেতারা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এইচ//