রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
রবিবার ২৩ জুলাই সকাল দশটায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বন্যার্ঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ডিসি স্কয়ারে বৃক্ষমেলার উদ্বোধন করেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
এ সময় জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষ বন তাপসীতে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরন করা হয়।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post