Print Date & Time : 4 August 2025 Monday 2:18 pm

পটুয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ পালিত

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: গণ অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদের স্মরণে ছাত্র জনতা শহীদী মার্চ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) বিকেল সাড়ে চরটায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি রেলি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হৃদয় তড়ুয়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ৫ই আগস্টে সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ ও হতাহতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান। রাষ্ট্র সংস্কার যারা বাধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়ে প্রতিহিত করা হবে।