Print Date & Time : 6 August 2025 Wednesday 8:33 pm

পটুয়াখালীতে রিমালের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

রাকিবুল ইসলাম তনু পটুয়াখালী :পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ে নদ-নদীর পানির উচ্চতা বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বেশকিছু বেড়িবাঁধ।

এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। তলিয়ে গেছে অনেকের মাছের ঘের ও পুকুর। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। তবে, ঠিক কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। এছাড়া পাছাপালা উপড়ে পড়েছে। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতি নিরূপণে আমরা কাজ করছি।

দৈনিক দেশতথ্য//এইচ//