Print Date & Time : 4 August 2025 Monday 8:52 am

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৯আগস্ট) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের নিউমার্কেট গোল চত্বর প্রাঙ্গনে সমাবেশ শেষে পায়রা ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নিউমার্কেট চত্বরে জমায়েত হন।