রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী: পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে সাজেদুর রহমান মিলন (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে কারাগারের নিচতলার একটি ব্যারাকের ভেতর থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
সাজেদুর রহমান শেরপুর জেলার শ্রীবরদী থানার সাইফুল ইসলামের ছেলে। গত ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা কারাগার থেকে বদলি হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি তিনি পটুয়াখালী কারাগারে যোগ দেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। কিন্তু ডিউটি শেষের পরও তিনি বাসায় না ফেরায় তার স্ত্রী ফাহিমা বেগম খোঁজ নিতে কারাগারে আসেন। পরে অনেক খোঁজাখুজির পর ব্যারাকের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভ সাহা জানান, সন্ধ্যার পর সাজেদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় দাগ ছিল, এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. লাভলু বলেন, সাজেদুর রহমান কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং কিছুদিন আগেই ছুটিতে ছিলেন। তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে।

Discussion about this post